top of page
IMG_5269_edited.jpg

দশাবতার তাস

IMG_4728_edited.jpg

ভূমিকা 

দশাবতারের গোল তাসের প্রতিটি বিষ্ণুর দশ অবতারের স্মরণে তৈরি। দশ কেতার ১২০ টি গোল তাস (১০ x ১২)। মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ, কল্কি। দশ অবতারের নামে দশ কেতা। প্রতি অবতারের নির্ধারিত বারোটি তাসঃ রাজা, প্রধান এবং ১ থেকে ১০ কার্ড। প্রতিটিতে প্রতীকী ছবি আঁকা।

 

অবতারের তাসে দুপাশে দুই সহচর দাঁড়িয়ে থাকে, প্রধানের তাসে কেবল অবতার। বাকি এক থেকে দশ তাসে একটি হতে দশটি প্রতীক। যেমন কূর্ম অবতারের তিরি (তিন) এ তিনটি কচ্ছপের ছবি, রাম অবতারের পঞ্জা তে পাঁচটি তিরের ছবি। 

দশ অবতার তাস

দশ কেতার ১২০ টি গোল তাস (১০ x ১২)। মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ, কল্কি। দশ অবতারের নামে দশ কেতা। রাজা, প্রধান এবং ১ থেকে ১০ কার্ড।

মৎস্য অবতার 

 

প্রতীক: মাছ 
তাসের রঙ: কালো  

 

দুপাশে সহচর - রাজা 
কেবল মৎস্য অবতার - প্রধান 

 

দশ সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
টেক্কা সর্বনিম্ন তাস

কূর্ম অবতার 

 

প্রতীক: কচ্ছপ 
তাসের রঙ: মেটে 

 

দুপাশে সহচর - রাজা 
কেবল অবতার - প্রধান 

 

দশ সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
টেক্কা সর্বনিম্ন তাস

বরাহ অবতার 

 

প্রতীক: মুষল
তাসের রঙ: সবুজ 

 

দুপাশে সহচর - রাজা 
কেবল অবতার - প্রধান 

 

দশ সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
টেক্কা সর্বনিম্ন তাস

নরসিংহ অবতার 

 

প্রতীক: চক্র 
তাসের রঙ: সবুজ 

 

দুপাশে সহচর - রাজা 
কেবল অবতার - প্রধান 

 

দশ সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
টেক্কা সর্বনিম্ন তাস

বামন অবতার 

 

প্রতীক: কমণ্ডলু 
তাসের রঙ: নীল 

 

দুপাশে সহচর - রাজা 
কেবল অবতার - প্রধান 

 

দশ সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
টেক্কা সর্বনিম্ন তাস

পরশুরাম অবতার 

 

প্রতীক: কুঠার 
তাসের রঙ: সাদা 

 

দুপাশে সহচর - রাজা 
কেবল অবতার - প্রধান 

 

টেক্কা সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
দশ সর্বনিম্ন তাস

রাম অবতার 

 

প্রতীক: তির 
তাসের রঙ: লাল 

 

দুপাশে সহচর - রাজা 
কেবল অবতার - প্রধান 

 

টেক্কা সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
দশ সর্বনিম্ন তাস

বলরাম অবতার 

 

প্রতীক: শঙ্খ 
তাসের রঙ: সবুজ 

 

দুপাশে সহচর - রাজা 
কেবল অবতার - প্রধান 

 

টেক্কা সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
দশ সর্বনিম্ন তাস

জগন্নাথ অবতার 

 

প্রতীক: পদ্ম 
তাসের রঙ: হলুদ 

 

দুপাশে সহচর - রাজা 
কেবল অবতার - প্রধান 

 

টেক্কা সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
দশ সর্বনিম্ন তাস

কল্কি অবতার 

 

প্রতীক: ছোরা 
তাসের রঙ: লাল 

 

দুপাশে সহচর - রাজা 
কেবল অবতার - প্রধান 

 

টেক্কা সর্বোচ্চ তাস (রাজা ও প্রধানের পরে) 
দশ সর্বনিম্ন তাস

খেলার নিয়ম

মোট ছয়জনের খেলা। বেঁটে ৪টা ৪টা করে তাস দিতে হবে সকলকে, প্রত্যেকে ২০টি কার্ড পাবে। কোন পার্টনার নেই খেলায়, সকলেই নিজস্ব। খেলা কখনো ডান থেকে কখনো বাঁদিক থেকে আরম্ভ হবে।

 

সময় অনুযায়ী খেলার পরিবর্তন হয়ঃ 

১ - দিনের বেলা খেলা আরম্ভ হলে রাম অবতার আরম্ভ করবে 
২ - সন্ধ্যেবেলায় খেলা হলে নরসিংহ অবতার দিয়ে শুরু 
৩ - রাতে খেলা হলে মৎস্য অবতার দিয়ে শুরু 
৪ - ভোরে খেলা হলে জগন্নাথ দিয়ে শুরু 
৫ - ঝমঝম বৃষ্টির সময় খেলা হলে কূর্ম অবতার দিয়ে শুরু 

 

যিনি প্রথম অবতার পাবেন তিনি তার ইচ্ছেমত সেই অবতারের তাস দিয়ে আরম্ভ করবেন। প্রথম পাঁচটি অবতারের (মৎস্য , কূর্ম, বরাহ, নরসিংহ এবং বামন) দশ বড় এক ছোট, রাজা ও প্রধানের পরে। শেষ পাঁচটি অবতারের (পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ এবং কল্কি) এক বড় দশ ছোট, রাজা ও প্রধানের পরে। প্রতি পীঠ জয়ের পরে বিজয়ী পাঁচ পয়েন্ট পাবেন, ২৪ এর উপরে জিত। ৩৫ পয়েন্ট পেলে আবার হার। 

2025-03-02_12-55-01.jpg

দশাবতার তাস খেলা অন্তর্জালে টেবলটপ সিমুলেটরে দেওয়া আছে। খেলতে হলেঃ 


১ - ষ্টীম ইন্সটল করুন (ইন্সটলার এখানে
2 - টেবলটপ সিমুলেটর কিনুন (দশাবতার তাস এই সিমুলেটরে অ্যাড করা) 
৩ - দশাবতার তাস যুক্ত করুন  (বিস্তারিত আসছে) 

অন্তর্জালে খেলুন

bottom of page